আওয়ামী লীগের ঢাকা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে টানা তৃতীয় বারের মতো ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বেনজীর আহমদ। নতুন করে সাধারণ সম্পাদক হয়েছেন পনিরুজ্জামান তরুণ। এর আগে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে পুরানো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নতুন করে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে, সম্মেলন সফল করতে বেলা ১১টার পর থেকেই জেলার নেতাকর্মীরা জড়ো হতে থাকেন রাজধানীর শেরে বাংলা নগরের পুরানো বাণিজ্য মেলার মাঠে।
এছাড়া সকাল থেকেই কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর থেকে নেতাকর্মীরা জড়ো হন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। এরপর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী সম্মেলনস্থলে যান।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘টাকা পাইলেই বিএনপি খুশি। মির্জা ফখরুল টাকার বস্তায় শুয়ে আছেন। ভোট চুরি, ভুয়া ভোটারের বিরুদ্ধে খেলা হবে। টাকার খেলা হবে না, খেলা হবে জনতাকে সঙ্গে নিয়ে।
রংপুরে বিএনপির সমাবেশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, রংপুরে রং-বেরঙয়ের নাটক চলছে। তিনদিন আগে নেতাকর্মীদের সমাবেশে মাঠে নিয়ে আসছে। তারা মঞ্চে, গুদাম ও গোডাউনে ঘুমাচ্ছে। সব নাটক চলছে। বিএনপির হাতে বাংলাদেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের মুল্যবোধ নিরাপদ নয়।
ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির সম্মেলনে ক’জন লোক হয়েছে তা আমরা দেখেছি। আজকে শুধুমাত্র ঢাকা জেলা আওয়ামী লীগের এই সন্মেলনে কত লোকজন হয়েছে তা আপনারা দেখে যান। এখানে আমাদের নেত্রী নেই। তারপরও কত লোক হয়েছে।
দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ- এ পাঁচ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ