ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাউকে শান্তিশৃঙ্খলা নষ্ট করতে দেওয়া হবে না : দীপু মনি

প্রকাশনার সময়: ২৯ অক্টোবর ২০২২, ১৭:০৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০২২, ১৭:১২
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে এক বিস্ময় তৈরি করেছে। বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে, তা অব্যাহত থাকবে। যত ষড়যন্ত্র আর অপচেষ্টা চলুক, কাউকে শান্তিশৃঙ্খলা নষ্ট করতে দেওয়া হবে না।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্যমেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, যারা দেশের গণতন্ত্র হত্যা করেছে, লাখ লাখ মানুষকে হত্যা করেছে, তারা এখন মানবাধিকারের কথা বলে মায়াকান্না করে। সবাইকে সঙ্গে নিয়ে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, করোনা মহামারি কাটিয়ে ওঠার আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বের মানুষ নাজেহাল। সেই তুলনায় আমরা অনেক স্বস্তিতে আছি।

এদিন দুপুর ২টা ২৫ মিনিটের দিকে দলীয় পতাকা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ