রাজধানী ঢাকার ১৬টি জোনে সমাবেশের পর বিএনপির চলমান আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ রংপুর বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি।
শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে রংপুর কালেক্টরেট মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে নগর বিএনপির আহবায়ক সামছুজ্জামান সামুর সভাপতিত্বে এ সমাবেশ শুরু হয়।
মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. এ জেড জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ কেন্দ্রীয়, রংপুর বিভাগীয় ও জেলা এবং রংপুর নগরের নেতারা। বিএনপির স্থানীয় নেতারা পর্যায়ক্রমে বক্তব্য দিচ্ছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
ইতোমধ্যেই সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই পূর্ণ হয়ে গেছে রংপুরের কালেক্টরেট ঈদগাঁও মাঠের সমাবেশস্থল। শুক্রবার থেকেই দলটির নেতা-কর্মীরা সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন। পরিবহন ধর্মঘট থাকলেও হেঁটে দলবল নিয়ে, শত শত ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যানে করে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন তারা। ইতোমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশস্থল।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ