জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ডাকে আগামী ২৬ নভেম্বর হবে দলের দশম জাতীয় সম্মেলন। এ সম্মেলন সফল করতে সাতক্ষীরা ৭১ সদস্য ও লালমনিরহাট ৭৪ সদস্যের জেলা সম্মেলন প্রস্তুতি গঠন করা হয়েছে।
সেইসাথে জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি মনিরুজ্জামান টিটুকে সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক করা হয়েছে। পাশাপাশি সম্মেলন প্রস্তুতির কেন্দ্রীয় কমিটিতে আরো ৮ জনকে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্'র সুপারিশে কমিটি অনুমোদন দেন জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বেগম রওশন এরশাদ।
কেন্দ্রীয় কমিটির সদস্যরা হলেন, অধ্যক্ষ মাহবুবুল আলম মিঠু (লালমনিরহাট), অধ্যক্ষ আসাদুজ্জামান চৌধুরী সাবলু (রংপুর), মো. মহিবুল্লাহ (কক্সবাজার), মো. মজিবুর রহমান মজিব (ত্রিশাল), আব্দুল্লাহ আল নাসের (রংপুর) অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান(ঢাকা), মো. গুলজার হোসেন (ঢাকা-লালবাগ) ও শহিদুল ইসলাম মুন্না (কক্সবাজার)।
এদিকে অধ্যক্ষ একেএম মাহবুবুল আলম মিঠুকে আহবায়ক ও সাংবাদিক শামীম ইশতিয়াক চৌধুরীকে সদস্য সচিব করে ৭৪ সদস্যের লালমনিরহাট জেলা জাপার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এতে যুগ্ম আহবায়ক করা হয়েছে মো. সেকেন্দার আলী ও মহিউল আহমেদ মাহিকে। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন আব্দুল্লাহ আল মামুন।
অন্যদিকে সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শেখ মিজানুর রহমানকে আহবায়ক ও মো. হাসান মিয়াকে সদস্য সচিব করে ৭১ সদস্যের সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করা হয়েছে।
এছাড়াও পার্বত্য জেলা বান্দরবান ও পর্যটন নগরী কক্সবাজার জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি ও সাংগঠনিক কর্মকাণ্ড তদারিক জন্য মো. মনোয়ার আলম, শহিদুল ইসলাম মুন্না ও মো. মহিবুল্লাহকে সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে।
দলীয় বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এরই মধ্যে এসব আদেশ কার্যকর করা হয়েছে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ