ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
রংপুরে বিএনপির সমাবেশ

রাতে খোলা আকাশের নিচে নেতা-কর্মীদের অবস্থান

প্রকাশনার সময়: ২৯ অক্টোবর ২০২২, ০৭:৩৫ | আপডেট: ২৯ অক্টোবর ২০২২, ০৭:৩৮

রাজধানী ঢাকার ১৬টি জোনে সমাবেশের পর বিএনপির চলমান আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ রংপুর বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি।

শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হবে।

এদিকে পরিবহন ধর্মঘট উপেক্ষা করে শুক্রবার (২৮ অক্টোবর) সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন বিভাগের বিভিন্ন এলাকা থেকে আসা দলীয় লোকজন। দিন পেরিয়ে রাত ঘনিয়ে এলেও মাঠ ছাড়েননি, খোলা মাঠে পলিথিন বিছিয়ে ঘুমান অনেকেই।

মাঠে অবস্থান নেয়া নেতা-কর্মীরা জানান, তারা বাড়ি থেকে অনেক ভেঙে ভেঙে ২০-৩০ কিলোমিটার রাস্তা হেঁটে এসেছেন। অনেকেই বন্ধুদের সঙ্গে গল্প করছেন। আবার অনেকেই খড় বিছিয়ে গায়ে পাতলা কম্বল জড়িয়ে শুয়ে পড়ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ