ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল শুক্রবার। ডিসেম্বরে দলের ২২তম জাতীয় সম্মেলনের আগে এটাই হতে পারে বর্তমান কমিটির শেষ বৈঠক।
জানা গেছে, শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।
এ প্রসঙ্গে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ গণমাধ্যমকে বলছেন, সাম্প্রতিক ইস্যুর পাশাপাশি বৈঠকে ঠিক করা হতে পারে দলের আগামী জাতীয় কাউন্সিলের দিনক্ষণ। ডিসেম্বরের শেষে হয়তো ২৩-২৪ তারিখের ভিতরেই আমাদের সম্মেলনের তারিখ পরে যাবে।
এদিকে আসন্ন জাতীয় সম্মেলনকে ঘিরে দলটির এ সভাকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন শীর্ষ নেতারা। দলটির একাধিক শীর্ষ নেতা জানান, চলমান বিদ্যুৎ ঘাটতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ডিসেম্বরে রংপুর সিটি নির্বাচন, বিএনপির আন্দোলন নিয়ে নিজেদের সাংগঠনিক কর্মসূচিসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। আসবে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও নানা দিকনির্দেশনাও।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ