ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

একগুচ্ছ ইস্যু নিয়ে বসছে আ’লীগ

প্রকাশনার সময়: ২৬ অক্টোবর ২০২২, ১০:১৯

ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা বসছে আগামী শুক্রবার (২৮ অক্টোবর)। আসন্ন জাতীয় সম্মেলনকে ঘিরে দলটির এ সভাকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন নেতারা।

কারণ, এই সভা থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‍নিয়ে মাঠপর্যায়ের প্রস্তুতি, জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ ও সমসাময়িক জাতীয় বিষয়ে আলোচনাসহ সারাদেশে সাংগঠনিক অবস্থা পর্যালোচনা ও দিকনির্দেশনা প্রদান করে হতে পারে।

জানা গেছে, আগামী শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।

জানা গেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ডিসেম্বরে। দলের সভাপতি শেখ হাসিনা এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ২৮ অক্টোবরের বৈঠকে সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে।

পাশপাশি ঘোষণা আসতে পারে চার সহযোগী ও দুই ভ্রাতৃপ্রতিম সংগঠন- ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগের সম্মেলনেরও। এছাড়া দলটির জাতীয় সম্মেলনের আগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের দুই শাখার সম্মেলনের তারিখও নির্ধারণ হতে পারে এ বৈঠকে।

অন্যদিকে ডিসেম্বরে রংপুর সিটি নির্বাচন, বিএনপির আন্দোলন নিয়ে নিজেদের সাংগঠনিক কর্মসূচিসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। আসবে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও নানা দিকনির্দেশনাও।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ