ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জি এম কাদেরকে জুতাপেটা করে তাড়ানো হবে : রাঙ্গা

প্রকাশনার সময়: ২৩ অক্টোবর ২০২২, ১৬:৫০

জাতীয় পার্টি (জাপা) অফিস থেকে দলটির চেয়ারম্যান জি এম কাদেরকে জুতাপেটা করে তাড়ানো হবে বলে হুঁশিয়ার দিয়ে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা জানিয়েছেন, আসন্ন অধিবেশনে জি এম কাদেরের উপ-নেতার আসনটি সরে যাবে।

রোববার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির রওশনপন্থিদের আয়োজিত এক আলোচনা সভায় জাপার সাবেক মহাসচিব রাঙ্গা একথা বলেন।

রাঙ্গা বলেছেন, আসন্ন অধিবেশনে সংসদে জি এম কাদেরের উপনেতার আসনটি সরে যাবে। বেগম রওশন এরশাদের চেয়ারের পাশে তিনি আর বসতে পারবেন না। বেগম রওশন এরশাদের পাশের চেয়ারে বসবেন অন্য কেউ। সে ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ২৬ নভেম্বর জাতীয় কাউন্সিলের মাধ্যমে জাতীয় পার্টির নেতৃত্বের পরিবর্তন হবে। সেখান থেকে বিদায় নেবেন জি এম কাদের। জি এম কাদেরের সাথে তিনজন এমপি ছাড়া আর কেউ নেই।

তিনি বলেন, কাউন্সিলের আগেই এমপিরা কোন দিকে তা স্পষ্ট হয়ে যাবে। তাই এ বিষয় নিয়ে আর সংশয় থাকবে না। সময়মতো আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। বনানী ও কাকরাইল অফিস আমাদের হবে।

জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক এস এম এম আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন, এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ, সাবেক এমপি জিয়াউল হক মৃধা, যুগ্ম আহবায়ক সাবেক এমপি এম এ গোফরান, নুরুল ইসলাম নুরু, মিজানুর রহমান, অধ্যাপক ইকবাল হোসেন প্রমুখ।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ