জাতীয় পার্টির (জাপা) দশম কাউন্সিল আগামী ২৬ নভেম্বর। ওই কাউন্সিল সফল করার লক্ষ্য প্রস্তুতি কমিটির সদস্য ডা. কে আর ইসলাম ও ক্বারী হাবিবুল্লাহ বেলালীকে পদোন্নতি দিয়ে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
একই সঙ্গে আরো ৮ নেতাকে সম্মেলন প্রস্তুতি কমিটিতে সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জাপার ৩২ সদস্য’র কমিটি গঠন করা হয়েছে।
জাপার কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ অনুমতিক্রমে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্ এই কমিটিতে স্বাক্ষর করেছেন।
ব্যাংকক থেকে টেলিফোনে ডা. কে আর ইসলাম ও ক্বারী হাবিবুল্লাহ বেলালীকে পদোন্নতি বিষয়ে অনুমতি দিয়ে পত্র জারির আদেশ দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। পদোন্নতিপত্রে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশনা দেয়া হলো।
এদিকে, সম্মেলন প্রস্তুতি কমিটিতে আরো ৮ নেতা সদস্য হিসেবে অন্তভুক্ত করা হয়েছে- মুস্তাফিজুর রহমান নাঈম (ঢাকা), মোহাম্মদ ইস্রাফিল মিয়া (গাজীপুর মহানগর), মুহাম্মদ নাসির উদ্দীন মুন্সি (ব্রাহ্মণবাড়িয়া), ইশরাকুল হোসেন শামীম (সিলেট), আহসান হাবিব মঈন (সিলেট), মুরাদ আহমেদ (হবিগঞ্জ), মুহম্মদ কামাল হোসেন (ঢাকা) ও আজমল হোসেন জিতু (ঢাকা)।
অন্যদিকে, বীর মুক্তিযোদ্ধা মো. হারুন-অর রশিদ (জিল্লু)কে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মো. এনামুল হক চৌধুরী খসরুকে সদস্য সচিব করে মুন্সিগঞ্জ জেলা জাপার প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম (সাবেক সচিব), বীর মুক্তিযোদ্ধা আবুল মাকসুদ (সাবেক সচিব), বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির (সাবেক প্রশাসনিক কর্মকর্তা, প্রতিরক্ষা মন্ত্রণালয়), বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, মো. মজিবুর রহমান (সাবেক শ্রমিক নেতা), মো. হাশেম শাহরিয়ার (সম্পাদক, আমাদের বিক্রমপুর), মো. হাবিবুর রহমান, মো. শাহ আলম বেপারী, মো. জাহাঙ্গীর মেম্বার, মো. শাহীন বেপারী, মো. রাসেদ, মো. লিটু ভূঁইয়া, মো. এনামুল ইসলাম এনাম, মি. উজ্জল দত্ত, মি. তাপোশ দাস, সিজান, মো. রেজাউল হাসান রাজু, মো. কাউসার ফরাজী, মো. মিন্টু বেপারী, মো. শহিদুল ইসলাম মনুজ, হাজী মো. আলী আকবর, মো. লোকমান খান, মো. রিপন, মো. পনির, মো. শরিফ, মো. হুমায়ুন, মো. আব্দুল কাদির ও মো. জাহিদ আহম্মেদ আলো।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আদেশ এরইমধ্যে কার্যকর করা হয়েছে।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ