ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
‘নারায়ে তাকবীর’ স্লোগান 

বিতর্ককারীদের উদ্দেশ্য জানতে চান ইশরাক

প্রকাশনার সময়: ১৪ অক্টোবর ২০২২, ১০:৫১

গত দুই দিন ধরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানের আলোচনা ও সমালোচনায়। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারাও দিচ্ছে পক্ষে বিপক্ষে বক্তব্য।

এবার এ বিষয়ে কথা বলেছেন ঢাকার সাবেক মেয়র বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে বিএনপির এই নেতা তার ফেসবুকে পোস্টে বলেন, ‘আল্লাহু আকবার' স্লোগানে যেই সকল ব্যক্তি/প্রতিষ্ঠানের জ্বলে, যারা এই স্লোগানকে বিতর্কিত বলার চেষ্টা করে তারা আসলে কি উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে সেটি জনগণ জানতে চায়।’

উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী ‘নারায়ে তাকবির, আল্লাহ আকবার' স্লোগান দেন। এরপর থেকেই শুরু এই আলোচনা-সমালোচনা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ