বাংলাদেশ আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলন এবার জাঁকজমকপূর্ণভাবে করা হচ্ছে না। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রেক্ষিতে খরচ বাঁচাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে দলীয় সূত্রে।
মঙ্গলবার (১১ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলন-সংক্রান্ত এসব বিষয়ে কিছু সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন সেখানে উপিস্থিত একাধিক আওয়ামী লীগ নেতা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং উপদপ্তর সম্পাদক সায়েম খান।
জাঁকজমকপূর্ণ না হলেও সম্মেলনে উপস্থিত থাকবেন রেকর্ড সংখ্যক কাউন্সিলর-ডেলিগেট। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলনের আয়োজন করা হবে।
এরআগে আগামী ডিসেম্বরে দলের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে উপজেলা ও জেলা পর্যায়ে সম্মেলন কার্যক্রম ছাড়া কেন্দ্রীয় পর্যায় থেকে জাতীয় সম্মেলন আয়োজনের আনুষ্ঠানিক কোনো প্রস্তুতি এখন পর্যন্ত শুরু হয়নি।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ