বন্দরনগরী চট্টগ্রামের প্যারেড মাঠে আজ বিভাগীয় মহাসমাবেশ করবে বিএনপি। ইতোমধ্যেই মঞ্চ তৈরিসহ সমাবেশের সব ধরণের প্রস্তুতি শেষ হয়েছে। সমাবেশে বিপুল নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটিয়ে নিজেদের অবস্থান জানান দিতে চায় দলটি।
বুধবার (১২ অক্টোবর) বেলা ৩টায় সমাবেশ শুরু হবে। তবে সকাল থেকেই দলের নেতা-কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হচ্ছেন।
এদিকে মহাসমাবেশ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না হয় সেই ব্যাপারে সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। অপরদিকে, এই সমাবেশ ঘিরে কোনো নাশকতা করলে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, প্যারেড মাঠে পুলিশের অনুমতি নিয়ে মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই সমাবেশে সমগ্র চট্টগ্রাম বিভাগ থেকে কমপক্ষে ১০ লাখ লোকের সমাবেশ হবে। এটি হবে শান্তিপূর্ণ কর্মসূচি। নেতা-কর্মীদের সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিতে নির্দেশনা দেয়া হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া, দলের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।
তবে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, তারা শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করতে চান। তবে বিনা উসকানিতে সমাবেশে আসা নেতাকর্মীদের ওপর হামলা হলে পাল্টা জবাব দেবেন দলীয় নেতাকর্মীরা।
এ অবস্থায় সমাবেশ ঘিরে বন্দর নগরীতে উত্তেজনা বিরাজ করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সমাবেশস্থল ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় জানান, সমাবেশ ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তার জন্য যা যা দরকার, সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ