জাতীয় পার্টির (জাপা) পৃষ্ঠপোষক রওশন এরশাদের ডাকা কাউন্সিল প্রত্যাখ্যান করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠেয় কাউন্সিলের সাথে জাপার কোনো সম্পর্ক নেই।
শনিবার (০৮ অক্টোবর) জাপা প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের যৌথ সভা শেষে গণমাধ্যমকে জাপার মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এ কথা বলেন।
প্রেসিডিয়ামের ৪১ সদস্যের মধ্যে ৩৮ জন এবং ২৬ এমপির মধ্যে ২০ জন উপস্থিত ছিলেন।
চুন্নু বলেন, আমরা ওই কাউন্সিলকে আমলেই নিচ্ছি না। কাউন্সিল আহ্বান করার এখতিয়ার বেগম রওশন এরশাদের নেই।
তিনি আরো বলেন, জাপায় কোন বিভক্তি নেই, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ। এখন জাতীয় পার্টির কোনো কাউন্সিল হচ্ছে না, জাতীয় পার্টির কাউন্সিলের সময় এখনো হয়নি।
চুন্নু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এখন বিরোধীদলীয় নেতা। জাতীয় পার্টি সংসদীয় দলের সিদ্ধান্তই চূড়ান্ত। জাতীয় পার্টির সংসদ সদস্যদের জিএম কাদেরের নেতৃত্বেই সংসদে যাবে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ