বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে যুগপৎ আন্দোলনের সূচনা হয়েছে। এই আন্দোলনের লক্ষ্য একটাই, ক্ষমতাসীন আওয়ামী লীগের পতন।
শনিবার (০৮ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবীতে কালশি বালুর মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় খসরু বলেন, বিগত দুইটি নির্বাচনের মতো নির্বাচন এবার করতে পারবেন না। ইলেক্ট্রোনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে চুরি করে পুনরায় ক্ষমতায় থাকতে চান। প্রধানমন্ত্রী দুঃস্বপ্ন দেখছেন। কিন্তু এবার তা হবে না।
তিনি বলেন, দেশের ৪০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। দুই বেলা খাবার তারা খেতে পারছেন না। বিদ্যুৎ খাতে লাখ লাখ কোটি টাকা পাচার করেছেন। এখন দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। আর আপনারা আট হাজার কোটি টাকা দিয়ে ইভিএম কিনে ভোট চুরি করবেন তা হবে না। ইভিএম হল ভোট চুরির মেশিন।
সাবেক এই মন্ত্রী বলেন, জনগণকে বাইরে রেখে সরকার বিনা ভোটে নিজেদের ক্ষমতা ধরে রাখতে চান। বিনা ভোটের সরকার চুরি করবে আর তাদের উচ্ছিষ্ট ভোগ করার জন্য কিছু বুদ্ধিজীবী, সাংবাদিক, অতি উৎসাহী প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, ব্যবসায়ী যুক্ত হয়েছেন। এদেরকে জনগণ চিহ্নিত করছে। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন জনগণ। তবে তাদের মধ্যে দুই-একজন যাদের মাথায় ঘিলু রয়েছে তারা ইতোমধ্যে দেয়ালের লিখন বুঝতে পারছেন। তারা সরে যেতে শুরু করেছে। কারণ দেয়ালের লিখন হচ্ছে আগামী নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক, শামসুর রহমান শিমুল বিশ্বাস, কামরুজ্জামান রতন, নাজিম উদ্দিন আলম প্রমুখ।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ