ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘পল্লীবন্ধু এরশাদের খ্যাতি মুছে ফেলার চেষ্টা সফল হবে না’

প্রকাশনার সময়: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১২:০২

কলমের খোঁচায় যারা জনস্বীকৃত পল্লীবন্ধু খ্যাতি মুছে ফেলার চেষ্টা করছেন, তাদের ঘৃণ্য উদ্দেশ্য সফল হবে না বলে মন্তব্য করেছেন সাবেক ছাত্র নেতা ও জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবার হোসেন রাজু। বলেছেন, পল্লীবন্ধু এরশাদের হাতে গড়া দল জাতীয় পার্টি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। লাখ লাখ নেতাকর্মীর শ্রম ও রক্ত-ঘামের বিনিময় গড়া তোলা এই পার্টি, অর্থ উপার্জনের কারখানা নয় বলে হুশিয়ারি দেন সাবেক এই ভাইস চেয়ারম্যান।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে একটি রেস্টুরেন্টে টেলিভিশনে কর্মরত জাপা বিট সাংবাদিকদের সম্মানে আয়োজিত ডিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির দশম সম্মেলনের যুগ্ম আহবায়ক, সাবেক প্রেসিডিয়াম সদস্য ও হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বলেন, বিভেদ নয়, বহিস্কৃত-অব্যাহতি প্রাপ্ত নতুন পুরাতন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি প্রতিষ্ঠার জন্যই পল্লীমাতা বেগম রওশন এরশাদ সম্মেলনের ডাক দিয়েছেন।

তিনি বলেন, একজন রাজনীতিকের সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষু্ন্ন করে হুটহাট এধরনের অগণতান্ত্রিক বিধি বিধান প্রয়োগ। যা কোনোভাবে সুস্থ গণতান্ত্রিকধারা সমর্থন করে না।

পল্লীবন্ধুকে মিডিয়াবান্ধব দাবি করে কাজী মামুন আরো বলেন, সাংবাদিকদের সঙ্গে এরশাদের সম্পর্ক ছিল সুগভীর। যা অনেকের কাছে ঈর্ষণীয়। রাষ্ট্রপতি এরশাদ সাংবাদিকদের কল্যাণে আবাসিক প্লটসহ নানা ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করে গেছেন।

জাপার দশম জাতীয় সম্মেলন সফল করতে বিরোধী দলীয় নেতা ও দলের প্রধান পৃষ্ঠপোষকের তথ্য প্রবাহে গঠিত প্রেস উইংয়ের দায়িত্বশীল কাজী লুৎফুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রায় ২১ জন সাংবাদিক চা চক্র ও মতবিনিময়ে অংশ নেন। এতে আরো উপস্থিত ছিলেন ভোরের কাগজের চিফ রিপোর্টার খোন্দকার কাওছার হোসেন, দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি প্রতীক ইজাজ, ঢাকা মেইল ডটকমের তানভীর আহমেদ, জাপা নেতা নজরুল ইসলাম প্রমুখ।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ