ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খালেদা-তারেকের ফেসবুক পেজ ভেরিফায়েড

প্রকাশনার সময়: ২৭ সেপ্টেম্বর ২০২২, ২১:৪২ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির অঙ্গসংগঠন যুবদলের ফেসবুক পেজ ভেরিফায়েড করেছে মেটা কর্তৃপক্ষ।

এছাড়াও বিএনপির আইসিটি দপ্তরের আওতায় পরিচালিত আরো তিনটি ফেসবুক পেজ ভেরিফায়েড করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানের আবেদনের প্রেক্ষিতে সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ইমেইল করে মেটা কর্তৃপক্ষ তথ্যটি জানিয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

ওয়াহিদুজ্জামান জানান, দলের মূল পেজটি ২০২১ সালে ভেরিফায়েড করা হয়েছে সেই সাথে ইউটিউব চ্যানেল এবং গুগল বিজনেস আইডি ভেরিফাই করা হয়েছে। গত সপ্তাহে দলের অঙ্গ সংগঠনসমূহের ফেসবুক পেজ এবং গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের ফেসবুক পেজগুলো ভেরিফাই করার জন্য মেটা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছিল। তার প্রেক্ষিতে সোমবার এ তিনটি পেজ ভেরিফাই করা হয়েছে এবং অন্য পেজগুলোর ভেরিফিকেশন প্রক্রিয়াধীন আছে।

তিনি বলেন, সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ চাপ ছাড়াও সেলফ সেন্সরশিপের কারণে মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে বিএনপির দলীয় কর্মসূচিগুলো গুরুত্ব সহকারে জায়গা না পাওয়ায় ২০২১ সালের জানুয়ারি মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রচার মাধ্যম হিসেবে সর্বোত্তম রূপে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তিনি তৎকালীন জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানকে দপ্তর পরিবর্তন করে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নিয়োগ দেন। তথ্যপ্রযুক্তি দপ্তরে কর্মরত দেশ ও বিদেশের এক ঝাঁক মেধাবী তরুণের অক্লান্ত প্রচেষ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল কর্মসূচি প্রচার সফল হচ্ছে।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ