ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইডেন কাণ্ডে ছাত্রলীগের তদন্ত কমিটি

প্রকাশনার সময়: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১১:২৩

রাজধানীর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখায় সংঘটিত বিশৃঙ্খলার তদন্তের স্বার্থে নিম্নোক্ত দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলো।

কমিটির সদস্যরা হলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছাত্র তিলোত্তমা শিকদার ও সহ-সম্পাদক বেনজির হোসেন নিশি।

উক্ত তদন্ত কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দফতর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

উল্লেখ্য, সিট বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ করে দৈনিক নয়া শতাব্দীতে সাক্ষাৎকার দেওয়ায় সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে শনিবার মধ্যরাতে হেনস্তা ও মারধর করে কলেজের হল থেকে বের করে দেয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন ওরফে রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।

এর প্রতিবাদে রাতেই তামান্না ও রাজিয়ার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন কলেজ শাখা ছাত্রলীগের অন্য পক্ষের নেতা-কর্মীরা। একপর্যায়ে সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীরাও তাদের পক্ষে অবস্থান নিয়ে কলেজ ক্যাম্পাসে মিছিল করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে ইডেন কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ