শাওনের কথা স্মরণ করে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাড়ে ১২টার দিকে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুন্সিগঞ্জের মুক্তারপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষে যুবদলকর্মী শাওনের স্মরণে তিনি কাঁদেন।
এ সময় শাওনের মৃত্যুর সনদ দেখিয়ে মির্জা ফখরুল বলেন, পুলিশের গুলিতে মাথায় আঘাত পেয়ে শাওনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, আজকে শাওন, আব্দুর রহিম নূরে আলমের রক্তকে বৃথা যেতে দেয়া যাবে না। তাদের রক্তের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধা জানাতে হলে এই ভয়াবহ দানব সরকারকে প্রতিহত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
মির্জা ফখরুল বলেন, আগে উন্নয়নের কথা খুব বেশি বলতো এখন একটু কম বলে। উন্নয়ন কখনোই টেকসই হবে না যদি সেখানে গণতন্ত্র না থাকে। আর গণতন্ত্র কখনোই ফলপ্রসূ হবে না, যদি সেখানে পাল্টাপাল্টির সিস্টেম না থাকে এবং মানুষ ভোট দিতে না পারে।
তিনি বলেন, আজ সরকার মার্কিনীদের কাছে গিয়ে বলছেন যুদ্ধ চাই না, নিষেধাজ্ঞা চাই না। পৃথিবীতে কেউই চায় না যুদ্ধ-নিষেধাজ্ঞা। কিন্তু তার মুখে এটা মানায় না তখন তিনি নিজের দেশে এই হত্যার সাথে জড়িত।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ