নারী সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে নেপালের কাঠমান্ডু থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ট্রফির উল্লাসে মেতে উঠেছে গোটা দেশ।
এদিকে বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বহুদিন পর আমাদের দেশের জন্য একটা সুখবর নিয়ে এসেছে মেয়েরা। এজন্য আমরা গর্ববোধ করছি। আজ তারা দেশে ফিরেছেন। বিএনপির পক্ষ থেকে তাদের প্রাণঢালা শুভেচ্ছা।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, আমার দলের পক্ষ থেকে, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাফ জয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
উল্লেখ্য, নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত ফাইনালে চারবারের ফাইনালিস্ট নেপালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবার সাফের শিরোপা জিতেছে লাল-সবুজের মেয়েরা। এর আগে একবার ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে হয় স্বপ্নভঙ্গ। এবার আর তা হয়নি। টুর্নামেন্টের শুরু থেকে কর্তৃত্ব দেখিয়ে দক্ষিণ এশিয়ার সেরার মুকুট ছিনিয়ে আনেন লাল-সবুজের মেয়েরা।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ