আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্পের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এত বড় বাজেটের কেনাকাটাকে বিলাসিতা বলছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে পল্লী বন্ধু পরিষদের সভায় চুন্নু বলেছেন, ইসিকে গরীবের ঘোড়া রোগে পেয়েছে। তাই দেশের দুঃসময়ে কমিশন ৯ হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছে।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের সুবিধাভোগী। তাই এই কমিশন সরকারের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
অবিলম্বে ইসির প্রস্তাবিত প্রকল্প প্রত্যাহারের আহবান জানান জাপা মহাসচিব। একইসাথে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধের দাবিও জানান।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ