ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পদত্যাগ করানো হবে : মির্জা ফখরুল

প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৭

দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন মির্জা ফখরুল।

সরকার তাদের পতন টের পেয়ে মরণ কামড় দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসের দল। শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার তাদের বাহিনী নামিয়ে দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করছে।

তিনি আরো বলেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের কাজ ভয়াবহ দানবীয় শক্তি যারা জোর করে ক্ষমতা দখল করে আছে, জনগণকে নিয়ে তাদের ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

মির্জা ফখরুল বলেন, আপনাদের (সরকার) সতর্ক করে দিয়ে বলতে চাই, এখনো সময় আছে, পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন।

তিনি বলেন, মিয়ানমার সীমান্তে বোমা মারছে, রোহিঙ্গারা মারা যাচ্ছে। সরকার নীরব। কী প্রতিবার তারা করছে? জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই তারা আজকে মুখ খুলে মিয়ানমারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছে না।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ