ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বনানীতে বিএনপির কর্মসূচিতে হামলা, আহত তাবিথ আউয়াল

প্রকাশনার সময়: ১৭ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৩ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২, ২০:৫১

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করছে বিএনপি।

এরই অংশ হিসেবে শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বনানীর কাকলী থেকে গুলশান দুই নম্বর গোলচত্বর পর্যন্ত এ কর্মসূচি পালন করতে গেলে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় ইট পাটকেল নিক্ষেপ ও লাঠির আঘাতে দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ বেশে কয়েকজন আহত হয়েছেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর কাকলী মোড়ে দেখা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশ ইউএই মৈত্রী কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে মিছিল করছেন। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

সন্ধ্যা ৭টার দিকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর এক পাশে মোমবাতি হাতে সারিবদ্ধভাবে দাঁড়ান বিএনপির নেতাকর্মীরা। তখন রাস্তার অপরপাশে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন।

বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচি চলাকালে বক্তব্য দিচ্ছিলেন দলের জ্যেষ্ঠ নেতারা। রাত পৌনে ৮টার দিকে কর্মসূচির প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য শেষ করার পরপরই ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এ সময় বিএনপি নেতাকর্মীরা প্রথমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে একযোগে হামলা করলে সবাই বনানী কে ব্লকের ২৬ নম্বর রোড দিয়ে সরে যান। এ সময় ইটপাটকেল ও লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত হন। কর্মসূচিতে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে কয়েকজন ধরাধরি করে রাস্তা পার করেন।

এ প্রসঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সন্ধ্যায় কর্মসূচি শুরু হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের নেতারা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল গুরুতর আহত হয়েছেন। ওনাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হচ্ছে।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমাদের কর্মসূচি শুরুর আগে থেকেই রাস্তার অপর পাশে ছাত্রলীগ, যুবলীগ মিছিল করছিল। কিন্তু যখন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য প্রায় শেষ পর্যায়ে তখন অপর পাশ থেকে এসে আমাদের নেতাকর্মীদের ওপর তারা হামলা চালায়। এই হামলায় বহু নেতাকর্মী আহত হয়েছে। নারী কর্মীরাও আহত হয়েছে।

তবে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, বিএনপির মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠান শেষে কে বা কারা এসে হামলা চালায়। এতে করে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছে, তারা এ বিষয়টি দেখছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ