ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্ত্রীর কবরে চিরনিদ্রায় শায়িত হলেন শাহ মোয়াজ্জেম 

প্রকাশনার সময়: ১৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৩

স্ত্রীর কবরের চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৯ টায় বনানী কবরস্থানে তার সহধর্মিনীর কবরে দাফন সম্পূর্ণ করা হয়।

এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর বাদ যোহর মুন্সিগঞ্জের শ্রীনগর ষ্টেডিয়াম দ্বিতীয় জানাযা এবং তৃতীয় ও শেষ নামাজে জানাযা বা’দ এ’শা গুলশান আজাদ মসজিদে (সেন্ট্রাল মসজিদ) অনুষ্ঠিত হয়।

এ সময় শাহ মোয়াজ্জেম হোসেনের ছেলে শাহ ইফতিখার হোসেন রানা, ছেলের বউ মনজুরা কবির হোসেন রিমি, মেয়ে রেহনুমা আফরিন দিনা, মেয়ে জামাই মোয়াজ্জেম হোসেন অপু, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, মরহুমের ব্যক্তিগত সচিব এইচ এম সাইফ আলীবখানসহ পরিবারের সদস্যরা কবর স্থানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টা গুলশানের নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ