ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাজেদা চৌধুরীর মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা

প্রকাশনার সময়: ১২ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৪ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২, ১৫:১০

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জাতীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য সাজেদা চৌধুরীর মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

এর আগে সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা ফরিদপুরের নগরকান্দায় সম্পন্ন হয়েছে। বেলা ১১টার দিকে নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন হয়েছে।

বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী সময়ে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

এর আগে, রোববার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ