ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খালেদার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশনার সময়: ১১ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামতের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যকে এ তথ্য জানান। বলেন, ‘আমি তার (খালেদা জিয়া) পরিবারের কাছ থেকে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য একটি আবেদনপত্র পেয়েছি। এ বিষয়ে এখন প্রাসঙ্গিক প্রক্রিয়া চলছে।'

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে তার (খালেদা জিয়া) দণ্ড স্থগিতের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো হবে এমন নয়, এ বিষয়ে কিছু প্রক্রিয়া রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামতের জন্য ফাইলটি তার কার্যালয়ে যাবে এবং তারপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ