ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসহাক ভূঁইয়া ছিলেন পল্লীবন্ধুর একনিষ্ঠ সৈনিক : রওশন এরশাদ 

প্রকাশনার সময়: ১১ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৮

জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

শনিবার (১০ সেপ্টেম্বর) আনুমানিক রাত সোয়া ৯টায় ইসহাক ভূইয়া নিজ বাসায় মৃত্যু বরন করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

১০ম জাতীয় সম্মেলন যুগ্ম আহবায়ক অধ্যাপক মো.ইকবাল হোসেন রাজু স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে রওশন এরশাদ বলেন, ইসহাক ভূঁইয়া ছিলেন স্বাধীনতাযুদ্ধের অকুতোভয় সৈনিক। জাতীয় পার্টির নিবেদিত প্রাণ রাজনীতিক ছিলেন। শুধু রাজনীতিবিদই নন, তিনি ছিলেন পুরোদস্তুর একজন আদর্শবান মানুষ। পার্টির যে কোনো কর্মকাণ্ডে তাকে দেখা যেতো স্বমহিমায়। তার মৃত্যুতে জাতীয় পার্টি একজন যোগ্য, দক্ষ ও ত্যাগী নেতাকে হারালো।

শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান সংদের বিরোধী দলের এই নেতা।

অনুরূপ এক শোকবার্তায় বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব ও সম্মেলনের সদস্য সচিব গোলাম মসীহ। তিনি বলেন, পার্টির সব আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশ নিতেন ইসহাক ভূঁইয়া। তিনি এরশাদ মুক্তি পরিষদের একজন কর্মীও ছিলেন। পার্টির দূর্দিনে তিনি ছিলেন ত্যাগী ও পরীক্ষিত এরশাদ সৈনিক।

বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়ার মরদেহ রোববার (১১ সেপ্টেম্বর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২টায় আনা হবে এবং বাদ জোহর অনুষ্ঠিত হবে তার নামাজে জানাজা। এরপর রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুর আগে ইসহাক ভূঁইয়া দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বেশ কয়েকবার বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ