ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বিরোধী দলীয় নেতার শোক

প্রকাশনার সময়: ০৯ সেপ্টেম্বর ২০২২, ১২:১৮

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

শোকবার্তায় তিনি বলেন, মাত্র ২৫ বছর বয়সে বৃটিশ রাজত্বের দায়িত্ব গ্রহণকারী রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ৭০ বছরের রাজকার্য পরিচালনার অনন্য ইতিহাসের ইতি ঘটলো।

রওশান এরশাদ আরো বলেন, বংশানুক্রমে সিংহাসন পেলেও রানি দ্বিতীয় এলিজাবেথ তার দীর্ঘ শাসনকালের পট এঁকেছেন নির্ভুলতার সাথে। হাজার বছরের বৃটিশ সাম্রাজ্যে অনেক রাজা-রানির মধ্যে রানি দ্বিতীয় এলিজাবেথ কর্তব্যনিষ্ঠা ও জনগণের প্রতি নিবেদিতপ্রাণ হয়ে নিজেকে নিয়েছেন এক অনন্য উচ্চতায়।

বিরোধী দলীয় নেতা বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমন্ত্রণে ১৯৮৩ সালে রানি বাংলাদেশ সফর করেন,যা ছিল স্বাধীন বাংলাদেশে তার প্রথম ও শেষ সফর।

বিরোধী দলীয় নেতা রানি দ্বিতীয় এলিজাবেথের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ