ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাদেরের ফোন ৩ বার বিক্রি, কাওরান বাজার থেকে উদ্ধার 

প্রকাশনার সময়: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:১২

ছিনতাইয়ের ঘটনার ৮ দিন পর বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ পুলিশ কর্মকর্তা বলেন, ছিনতাইয়ের পর জি এম কাদেরের আইফোন-১২ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোনটি মাত্র ১৮ হাজার টাকায় বিক্রি হয়। যার কাছে বিক্রি করা হয় তিনি পরে ২০ হাজারে বিক্রি করেন। এরপর তৃতীয় ব্যক্তি ২২ হাজার টাকায় মোবাইল ফোনটি বিক্রি করেন।

এর গত ৩১ আগস্ট রাতে রাজধানীর বিমানবন্দর এলাকায় গাড়ির জানালা খুলে হাতে মোবাইল ফোন নিয়ে কাজ করছিলেন জি এম কাদের। এসময় হঠাৎ এক ছিনতাইকারী তার মোবাইল ফোনটি ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় টানা সাতদিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

পরে রাজধানীর কাওরান বাজার থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মো: আজিজুল (২১), মো: আজিজ (১৯), মোহাম্মদ ইসমাইল (২৪), মো: সানাউল্লাহ (৩২), সুবল চন্দ্র ঘোষ (৩২)।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ