ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতে গিয়ে ন্যায্য হিস্যা আদায়ে ব্যর্থ প্রধানমন্ত্রী: রিজভী 

প্রকাশনার সময়: ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে এ সময়ে ভারতে গিয়ে ন্যায্য হিস্যা আদায় করতে ব্যর্থ হয়েছেন। তিনি তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেন নি, সীমান্ত হত্যা বন্ধ করতে পারেননি। বরং পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছিলেন ক্ষমতায় টিকে থাকতে দেনদরবার করতে গেছেন তিনি।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের নেতৃবৃন্দকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, দক্ষিণের আহবায়ক রুমা আক্তার ও সদস্য সচিব নাসিমা আক্তার কেয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপরে ইবনে সিনা হাসপাতালে ভর্তি নলছিটি যুবদলের নেতা মনির হোসেনকে দেখতে যান রুহুল কবির রিজভী। ১লা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের হামলায় আহত হন তিনি।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ