ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশে মিয়ানমারের গোলা: তীব্র নিন্দা ও প্রতিবাদ রওশন এরশাদের

প্রকাশনার সময়: ০৬ সেপ্টেম্বর ২০২২, ২০:৩২

বাংলাদেশে সীমানায় পাশ্ববর্তী দেশ মিয়ানমারের ছোড়া মর্টার সেল নিক্ষেপ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান নেতা এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দলটির সম্মেলনে প্রস্তুতি কমিটির এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ প্রতিবাদ জানায়।

ভার্চুয়াল সভায় গভীর উদ্বেগ প্রকাশ করে রওশন এরশাদ বলেন, লক্ষ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে প্রবেশে দেশের অর্থনীতির উপর গভীর চাপ সৃষ্টি হয়েছে। তার ওপর এ বিশাল জনগোষ্ঠীর এদেশে অবস্থানের কারণে প্রকৃতির ভারসাম্যও বিপর্যস্ত অবস্থার সম্মুখীন হয়েছে। এই অবস্থার মধ্যে আবার মিয়ানমার সেনাবাহিনীর মর্টার সেল নিক্ষেপ ও তদের বিমানবাহিনী বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘনে যে ধৃষ্টতা তা গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। তিনি এই গভীর সংকটে থেকে উত্তরণে বন্ধুপ্রতিম দেশসমূহের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গোটা বিশ্ব অর্থনীতি আজ বিপর্যস্ত। এর প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয়। পাশাপাশিভাবে প্রশাসনের দুর্নীতি-স্বজনপ্রীতি গোটা দেশের মানুষের স্বাভাবিক জীবন প্রবাহকে রুদ্ধশ্বাস করে ফেলেছে। তার ওপর দ্রব্যমূল্যের উর্দ্ধগতি সাধারন মানুষের জীবনে মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে আবির্ভূত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে জাতীয় পার্টি জনগণকে সংগঠিত করে জাতীয় ঐক্যের পথে অগ্রসর হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। এই লক্ষে তিনি সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দকে তৃণমূল পর্যালে পার্টির নেতাকর্মীদের ও দেশপ্রেমিক জনগণকে প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে সংগঠিত করার আহবান জানান।

সভায় আগামী সম্মেলনকে সাফল্যমন্ডিত করার প্রয়াসে আগামী ১০ সেপ্টেম্বর ২০২২ থেকে মাসব্যাপী জাতীয় পার্টির নেতৃবৃন্দের সারাদেশে বিভিন্ন জেলায় কর্মসূচি গ্রহণ করেন। সভায় সদস্য সচিব জনাব গোলাম মসিহ তার বক্তব্যে গোটা দেশব্যাপী তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের অভুতপূর্ব সাড়া দেখে তাদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, বর্তমানে একটি মহল বানোয়াট, মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপনের মাধ্যমে জাতীয় পার্টি সম্পর্কে দেশের জনগণকে বিভ্রান্ত করার অপপ্রয়াসে লিপ্ত হচ্ছেন। শক্তিশালী ও দেশব্যাপী সংগঠন গড়ার মধ্য দিয়ে এই কুচক্রি মহলের বিভ্রান্তি সৃষ্টির বিরুদ্ধে সমূচিত জবাব দেয়া হবে।

জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন এম এ সাত্তার (জামালপুর), অধ্যাপক দেলোয়ার হোসেন খাঁন, এস এম এম আলম, অধ্যাপক এম এ গোফরান, অ্যাড. জিয়াউল হক মৃধা, অধ্যাপক ইকবাল হোসেন রাজু ও কাজী মো: মামুনুর রশিদ প্রমুখ।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ