ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বেচ্ছাসেবক লীগের গণটিকাদান সহায়তা কাজের উদ্বোধন 

প্রকাশনার সময়: ০৭ আগস্ট ২০২১, ১৯:৪৫

দেশব্যাপী গণটিকাদান কার্যক্রমকে সহায়তা করার লক্ষ্যে গঠিত স্বেচ্ছাসেবক লীগ টীমের কেন্দ্রীয় ভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) দুপুর ১২ টায় রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে-এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

এসময় নির্মল রঞ্জন গুহ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের কারণে দ্রুততম সময়ের মধ্যে করোনা টিকা আমদানি করা সম্ভব হয়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই মানুষ বিনামূল্যে করোনা টিকা গ্রহণ করতে পারছে।’

তিনি বলেন, বিএনপি-জামাত ধর্মান্ধ সাম্প্রদায়িক অপশক্তি চক্র টিকা নিয়ে গুজব অপপ্রচার চালিয়ে গ্রামের সহজ সরল মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে। শত সহস্র ষড়যন্ত্র মোকাবেলা করে মানুষকে বাঁচানোর জন্য করোনা টিকা আমদানি করে এবং বিনামূল্যে প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষ উৎসব মুখর পরিবেশে সুশৃঙ্খল ভাবে করোনা টিকা গ্রহণ করতে পারছেন।

স্বেচ্ছাসেবক লীগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের টিকাদান কেন্দ্রে আগত মানুষের সেবায় স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করছে। সকাল থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা সংগঠনের ব্যাজ, গেঞ্জি ও টুপি পরিধান করে টিকাদান কার্যক্রমে অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আফজালুর রহমান বাবু বলেন, টিকা গ্রহণে উৎসাহিত করতে এবং সুশৃঙ্খল ও সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়াতে মাইকিং করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টিকাদান কেন্দ্রে আগত বৃদ্ধ, প্রতিবন্ধী ও প্রসূতি মায়েদের বসার জন্য চেয়ার ও টিকা গ্রহণে সহযোগিতার জন্য মহিলা স্বেচ্ছাসেবক যুক্ত করা হয়েছে। প্রতিটি টিকাদান কেন্দ্রে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন,গণ টিকা কার্যক্রম সফল ভাবে এগিয়ে চলছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করতে স্বেচ্ছাসেবক লীগ সবসময় মাঠে আছে এবং থাকবে।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান সহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, সারাদেশে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচির প্রথম দিনে বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের দিক নির্দেশনায় করোনা টিকাদান কর্মসূচীতে দায়িত্ব পালন করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ। থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমনের নেতৃত্বে বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাঁরা কেরানীগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা গ্রহণকারীদের নানাভাবে সহযোগিতা করেছেন।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ