ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুবদল কর্মী নিহত: দুই দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রকাশনার সময়: ০১ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৬

নারাণগঞ্জে যুবদল কর্মী নিহত ও দেশের বিভিন্ন জায়গায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।

কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২ সেপ্টেম্বর) সারাদেশে জুমার নামাজের পর নিহত যুবদল নেতা শাওনের (২১) মাগফেরাত কামনায় গায়েবানা জানাযা পড়বে নেতাকর্মীরা। শনিবার (৩ সেপ্টেম্বর) সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।

এদিকে বিএনপি বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি করে। বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার একটি আলোচনা সভার আয়োজন করবে।

নারায়ণগঞ্জে বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে যুবদল নেতা শাওন নিহত হন এবং আহত হন আরও ৫০ জন নেতাকর্মী।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ