ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আবারো হাসপাতালে বেগম জিয়া

প্রকাশনার সময়: ২৮ আগস্ট ২০২২, ২১:৩৯

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার (২৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে গুলশানের তার নিজ বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে আজ তার শারীরিক বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল তিনি বাসায় ফিরবেন।

এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত সোমবার (২২ আগস্ট) বিকেলে হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেদিন হৃদযন্ত্রের কয়েকটি পরীক্ষা (যেমন ইকো, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম ও এক্সরে) করা হয়েছিল। সেগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরে মেডিক্যাল বোর্ড আরো কয়েকটি পরীক্ষার জন্য সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে আজ তিনি হাসপাতালে গিয়েছেন।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়েদা রহমান এই বোর্ডের সদস্য।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ