ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

হঠাৎ শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে সোহেল তাজ

প্রকাশনার সময়: ২৬ আগস্ট ২০২২, ০৩:২৮ | আপডেট: ২৬ আগস্ট ২০২২, ০৩:২৯

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরছেন বলে সম্প্রতি আলোচনা উঠেছে। মূলত আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন তার ছোট বোন মাহজাবিন আহমদ মিমি।

গত ১২ আগস্ট মিমি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল অধিবেশনে তানজিম আহমদ (সোহেল তাজ) দলীয় নেতৃত্বে আসছেন ইনশাআল্লাহ। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয় শেখ হাসিনা! বাংলাদেশ চিরজীবী হোক।’

এদিকে সোহেল তাজের আবারো রাজনীতিতে ফেরার আলোচনার মধ্যে বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে হঠাৎ শতাধিক কর্মী-সমর্থক নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে হাজির হন দেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ তাজউদ্দীন আহমদের একমাত্র ছেলে।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক, কার্যনির্বাহী সদস্য শাহবুদ্দিন ফরাজী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রেমণ্ড আরেংসহ দলটির বিভিন্ন উপ কমিটির নেতা ও ছাত্রলীগের সাবেক কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট ওই কার্যালয়ে অবস্থান করেন সোহেল তাজ। নেতাদের সাথে কুশল বিনিময় করেন তিনি।

রাতে সোহেল তাজ তার ভেরিফায়েড ফেজবুক পেজে ধানমন্ডির কার্যালয়ে যাওয়ার ছবি আপলোড করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘সভানেত্রীর কার্যালয়ে পুরোনো সকল স্টাফসহ সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লেগেছে। কাদের ভাইয়ের সাথে পথে দেখা হয়েছে আর বাহাউদ্দিন নাসিম ভাইয়ের সাথে কার্যালয়ে কিছুক্ষণ প্রাণবন্ত আলাপ হয়েছে।’

এর আগে ২০১৯ সালে ছেলের বিয়ের দাওয়াত দিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এসেছিলেন সোহেল তাজ।

মুক্তিযুদ্ধকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ ২০০১ সালের জাতীয় নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে একই আসন থেকে আবারো নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। তবে পাঁচ মাস পরই পদত্যাগ করেন সোহেল তাজ। এর তিন বছরের মাথায় ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। তারপর রাজনীতি থেকেই বিচ্ছিন্ন হয়ে যান তিনি। তার সংসদীয় আসনে (গাজীপুর-৪) এখন সংসদ সদস্য তারই বোন সিমিন হোসেন রিমি।

এদিকে সোহেল তাজের বোন মেহজাবিন আহমেদ গত ১২ আগস্ট এক ফেইসবুক পোস্ট দিয়ে সোহেল তাজের রাজনীতিতে সক্রিয় হওয়ার কথা জানান। পরে ১৫ আগস্ট বনানীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সোহেল তাজ। অবশ্য সোহেল তাজের দলে ফেরা না ফেরার বিষয় আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ আনুষ্ঠানিক ভাবে কথা বলেননি।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ