ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাপার নেতৃত্বে নতুন জোটের আলোচনা

প্রকাশনার সময়: ২৪ আগস্ট ২০২২, ০০:৩৯

জাতীয় পার্টির নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট গঠনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন জাতীয় পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতারা। মঙ্গলবার (২৩ আগস্ট) জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের নেতারা।

জাপা চেয়ারম্যানের বনানীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে বিএনপি ও আওয়ামী লীগের বাইরে গিয়ে সব রাজনৈতিক দলকে নিয়ে একটি জোট করার প্রয়োজনীয়তার কথা বলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

তিনি বলেন, পরিচ্ছন্ন মানুষ হিসেবে জিএম কাদেরের গ্রহণযোগ্যতা রয়েছে। মাথা উঁচু করে দাঁড়ালেই সাধারণ মানুষের আস্থার ঠিকানা হতে পারে জাতীয় পার্টি।

বৈঠকে জাপা নেতাদের মধ্যে চেয়ারম্যান জি এম কাদের ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও অ্যাডভোকেট সালমা ইসলাম।

বৈঠকে কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষে ছিলেন সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ