শারীরিক পরীক্ষা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় ফিরেছেন।
সোমবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্য যাত্রা করে ৮টায় তার গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান এজেএম জাহিদ হোসেন বলেন, আজকে যেসব পরীক্ষা করা হলো, আগামীকাল (মঙ্গলবার) সেগুলোর রিপোর্ট পাওয়া যাবে এবং সেগুলো পর্যালোচনা করে ম্যাডামের শারীরিক অবস্থার অগ্রগতি জানা যাবে।
সোমবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আজকে বেগম খালেদা জিয়ার ইসিজি-ইকোসহ বেশ কয়েকটি পরীক্ষা হয়েছে, কয়েকটি বাকি আছে। তিনি এখন বাসায় আছেন।
এজেএম জাহিদ বলেন, খালেদা জিয়া সার্বক্ষণিক এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন। তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়েদা রহমান এই বোর্ডের সদস্য।
এর আগে বিকেল ৪টা ৩৩ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন খালেদা জিয়া। ৩টা ৫৭ মিনিটে গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ