ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সারা দেশে এডিস মশা মারবে ছাত্রলীগ

প্রকাশনার সময়: ০৬ আগস্ট ২০২১, ০৬:২৩

ডেঙ্গু মোকাবিলায় মাসব্যাপী এডিস মশা নিধনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। কেন্দ্রঘোষিত এই কর্মসূচি শুক্রবার থেকে সারা দেশে সংগঠনের প্রতিটি ইউনিটে পালিত হবে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এক অনুষ্ঠানে এডিস মশা নিধনের এই কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

কর্মসূচির উদ্বোধনকালে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, করোনা ও ডেঙ্গু সমান হারে মানুষকে আক্রান্ত করছে, আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। আমরা সচেতন না হলে ডেঙ্গু মোকাবিলা করা কঠিন হয়ে যাবে। ডেঙ্গু মোকাবিলায় আমরা যে কর্মসূচি ঘোষণা করছি, তা আগামীকাল থেকে একযোগে সারা বাংলাদেশে পালিত হবে। আশপাশের অপরিচ্ছন্ন জায়গাগুলো আমরা পরিষ্কার রাখতে পারলেই ডেঙ্গু মোকাবিলায় আমরা এগিয়ে যেতে পারব।’

আল নাহিয়ান খান বলেন, ‘ছাত্রলীগ আজকে শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের পাশেও দাঁড়াচ্ছে। সারা দেশের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করলে আমরা ডেঙ্গু মোকাবিলায় এগিয়ে যেতে পারব।’

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আগামী এক মাস এডিস মশা নিধনে ছাত্রলীগের এই কর্মসূচি চলবে। প্রয়োজনে কর্মসূচির সময়সীমা আরও বাড়ানো হবে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবাবিষয়ক উপসম্পাদক তানভীর হাসানের সঞ্চালনায় কর্মসূচিতে সংগঠনের সহসভাপতি তিলোত্তমা শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী ও বেনজীর হোসেন, সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম (বাঁধন), আইনবিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক তুহিন রেজা, পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকের প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মসূচির উদ্বোধনের পর নেতাকর্মীদের নিয়ে টিএসসি এলাকায় ফগার মেশিন দিয়ে মশকনিধনের ওষুধ ছিটান ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ