ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

প্রকাশনার সময়: ০৬ আগস্ট ২০২২, ১৩:২৮

ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদলের সভাপতি নূরে আলমকে হত্যার প্রতিবাদে রাজধানীর পল্টনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল নামে। সমাবেশ শুরু হওয়ার পর থেকেই নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এ সময় ফকিরাপুল থেকে থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত এক পাশের রাস্তা বন্ধ রয়েছে। এদিকে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়াপল্টনসহ এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ৩১ জুলাই ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হন। এ ছাড়া এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩ আগস্ট) ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের মৃত্যু হয়।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ