ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

দেশে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে: হারুন

প্রকাশনার সময়: ০৩ আগস্ট ২০২২, ১৭:২৪ | আপডেট: ০৩ আগস্ট ২০২২, ১৭:২৯

দেশে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদ।

বুধবার (৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, নির্বাচন কমিশন তো ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেনি। সুতরাং নির্বাচন করতে হলে অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে করতে হবে।

তিনি বলেন, গোটা রাষ্ট্রব্যবস্থা নির্বাচনী অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। ভোটকেন্দ্রে গোপন কক্ষে রয়েছে ছদ্মবেশী ডাকাত। হয়তো ছাত্রলীগ-যুবলীগ, নয়তো প্রশাসনের অথবা ডিবির লোক রয়েছে।

বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার জালিম এবং মুনাফেক। তাদের কথা ও কাজের মিল নেই। তারা আমানতের খেয়ানত করছে। দেশে বিদ্যুৎ নেই। সারের দাম বাড়ালো। দেশকে ভয়াবহ সংকটের দিকে নিয়ে যাচ্ছে।

নয়া শতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ