ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খালেদা জিয়ার সঙ্গে নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময়

প্রকাশনার সময়: ১০ জুলাই ২০২২, ২২:০৫ | আপডেট: ১০ জুলাই ২০২২, ২২:১৭

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলের সিনিয়র নেতারা। রোববার (১০ জুলাই) রাতে গুলশান-২ নম্বরে অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য খায়রুল কবির খান জানান, রাত ৮টার দিকে ম্যাডামের সঙ্গে তার বাসভবনে দেখা করতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। তারা বেশ কিছুক্ষণ ম্যাডামের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আরও যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান।

এছাড়া ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার নিয়মিত ফলোআপ করতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

গত ১৪ জুন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর আজই (রোববার) প্রথম তার সঙ্গে দেখা করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

বিএনপি সূত্রে জানা যায়, ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর মেয়ে নাতনি জাফিয়া রহমানের সঙ্গে এবার ঈদের সময় কাটাচ্ছেন বিএনপি চেয়ারপারসন।

গত ২৪ জুন হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসায় নিয়ে আসা হলে শাশুড়িকে দেখতে লন্ডন থেকে ঢাকায় আসেন ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি এবং তার দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। কয়েকদিন থেকে ছোট মেয়েকে নিয়ে গত ৩ জুলাই ঢাকা ছাড়েন শর্মিলা রহমান। দাদির সঙ্গে ঈদ করতে ঢাকায় থেকে যান জাফিয়া রহমান। নাতনিকে কাছে পেয়ে মানসিকভাবে অনেকটা চাঙ্গা খালেদা জিয়া।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ