ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছাত্রলীগ নেতাদের পদ বাণিজ্য, যা বললেন শিক্ষামন্ত্রী

প্রকাশনার সময়: ০৬ জুলাই ২০২২, ২১:৩৮

গণমাধ্যমে প্রকাশিত ছাত্রলীগের অর্থের বিনিময়ে নেতা নির্বাচন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। বিষয়গুলো দেখার জন্য দলীয় ফোরামে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন। তারা অভিযোগের সত্যতা খুঁজে বের করবেন।

বুধবার (৬ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় ডা. দীপু মনি বলেন, কোনো কোনো গণমাধ্যমে অতিরঞ্জিত তথ্য যেমন প্রচার করা হয়, আবার সঠিক তথ্যও তুলে আনা হয়। এতে দায়িত্বশীল ভূমিকা পালন করে গণমাধ্যম। তবে ছাত্রলীগের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা দলীয় ফোরামে আলোচনা করা হবে। একইসঙ্গে প্রমাণ পেলে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সত্যতার ওপর সবকিছু নির্ভর করছে।

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি আরো বলেন, শিক্ষার্থীদের বাদ কিংবা ফেল নয়, বিশ্ববিদ্যালয়গুলো তার ধারণ ক্ষমতা অনুযায়ী শিক্ষার্থী বাছাই করে নিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো ফেল করাচ্ছে, তা কিন্তু না। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ধারণ ক্ষমতা রয়েছে। সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বাছাই করছে। যারা সেই পরীক্ষায় বাছাই হচ্ছে না, তারা যে অকৃতকার্য হচ্ছে; বিষয়টি এমন নয়।

তিনি বলেন, বন্যায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, তা সংস্কারের উদ্যোগ নেয়া হবে। এছাড়া বন্যায় যেসব শিক্ষার্থীর বই নষ্ট হয়েছে, তাদের তালিকা করে বই দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. হেলাল হোসাইন প্রমুখ।

পরে মন্ত্রী চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুব মহিলা আওয়ামী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং কেক কাটেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ