আওয়ামী লীগ আর বাংলাদেশের ইতিহাস এক ও অভিন্ন বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তারেক জিয়াকে দেশে আসতে দেওয়া হয় না, এ বক্তব্য সঠিক নয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বর্তমান সময়ে এসে তারেক জিয়ার বক্তব্যই প্রমাণ করে জিয়া পরিবার পাকিস্থানী ভাবধারার বিশ্বাসী। জিয়ার আমলে খুনিদের পুরস্কৃত করা হয়েছিল, কিন্তু পাপ বাপকেও ছাড়ে না।
এসময় যার দেশে ফিরে রাজনীতি করার সাহস হয় না সে কিভাবে কোনো দলের নেতৃত্ব দেয়, প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগ সভাপতি বলেন, মিথ্যা আর মিথ্যা বানানোর কারখানা বিএনপি। পদ্মা সেতু নিয়ে বিএনপি কোন মুখে প্রশ্ন তোলে, তারা কোনো উন্নয়নই করেনি।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ