বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাসকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
তিনি বলেন, শুক্রবার (১০ জুন) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে নিয়ে পরিবারের সদস্যরা সিঙ্গাপুর থেকে ঢাকায় অবতরণ করেন। এরপর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের পরিবারের সবার পাসপোর্ট নিয়ে আটকে রাখে। প্রায় দেড় ঘণ্টা যাবৎ তারা বিমানবন্দরে বসে আছেন।
আফরোজা আব্বাস বলেন, উপরের নির্দেশে আটকে রাখা হয়েছে বলে জানিয়েছে। প্রতিবারই আমাদের বিমানবন্দরে হেনস্তা করা হয়। গত ২৪ মে সিঙ্গাপুর যাওয়ার দিন দীর্ঘ সময় আটকে রাখার পরে যেতে দেওয়া হয়েছিল। আগে যাওয়ার সময় করতো এখন আসার সময়ও করছে।
তাদের সঙ্গে রয়েছে বড় ছেলে মির্জা ইয়াসের আব্বাস ও ছোট ছেলে মির্জা আজান।
এর আগে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস। শুক্রবার সন্ধ্যা ৬টায় মির্জা আব্বাস ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। বিমানবন্দর ইমিগ্রেশন বিভাগে এখন পর্যন্ত অপেক্ষা করছেন বলে তার সহধর্মিণী আফরোজা আব্বাস আমাকে জানিয়েছেন।
প্রসঙ্গত, পেটের পীড়ার কারণে অবস্থার উন্নতি না হওয়ায় গত ২৪ মে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ