ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পিটার হাসের সঙ্গে সঙ্গে মধ্যাহ্নভোজে পাঁচ সুশীল!

প্রকাশনার সময়: ০২ জুন ২০২২, ১৭:৩৪

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক। বৃহস্পতিবার (২ জুন) মার্কিন রাষ্ট্রদূতের রাজধানীর বারিধারার বাসভবনে এক মধ্যাহ্নভোজে অংশ নেন তারা।

বিকেলে সুজন সম্পাদক গণমাধ্যমকে জানান, পিটার হাসের সঙ্গে এ মধ্যাহ্নভোজ ছিল সৌজন্য সাক্ষাতেরই অংশ। কোনো আলোচ্যসূচি ছিল কি না বা কারা ভোজে অংশ নিয়েছেন, তা স্পষ্ট করেননি সুজন সম্পাদক।

একটি সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে তারা পিটার হাসের বাসভবনে প্রবেশ করেন। মধ্যাহ্নভোজে আরও অংশ নেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, বাংলাদেশ পরিবেশবাদী আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান। পরে তাদের সঙ্গে যোগ দেন নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ব্রতীর শারমিন মুর্শিদ।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ছাড়াও ডেপুটি রাষ্ট্রদূত এবং বাংলাদেশে মার্কিন দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান উপস্থিত ছিলেন।

বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে রেখে সম্প্রতি মার্কিন দূতাবাসের বিভিন্ন মন্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এ সময়ে দেশের কয়েকজন বিশিষ্ট নাগরিকের মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেয়া কৌতূহলের জন্ম দিয়েছে।

প্রসঙ্গত, রাষ্ট্রদূতের বাসায় যাওয়া ব্যক্তিরা সবাই বর্তমান সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার এটিকে সৌজন্য সাক্ষাৎ বললেও অন্য কেউ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ