ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রেসক্লাবে বিএনপির সমাবেশ, সতর্ক অবস্থানে পুলিশ

প্রকাশনার সময়: ২৭ মে ২০২২, ১২:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার (২৭ মে) সকাল থেকে বিএনপির প্রতিবাদ সমাবেশ চলছে।

প্রতিবাদ সমাবেশে যোগ দিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছেন বিএনপি ও দলের সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।

ইতোমধ্যে উপস্থিত হয়েছেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণ বিএনপির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, কেন্দ্রীয় বিএনপির নেতা আব্দুস সালাম আজাদ, ফজলুল হক মিলন, আজিজুল বারী হেলাল, আমিরুজ্জামান খান শিমুল, শামীমুর রহমান শামীম, আব্দুস সাত্তার পাটোয়ারী, আমিনুল ইসলাম, আরিফা সুলতানা রুমা, কৃষক দলের শহীদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভূইয়া জুয়েল, যুবদলের সুলতান সালাউদ্দীন টুকু, মোরতাজুল করিম বাদরু, মামুন হাসান, মহানগর দক্ষিণ বিএনপির নবী উল্লা নবী, মহিলা দলের হেলেন জেরিন খান, ওলামা দলের মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

এর আগে, সকাল ৯টা হতে ঢাকার বিভিন্ন থানা থেকে মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছেন। ইতোমধ্যে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এদিকে, বিএনপির এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাবের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গত মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েক দফায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করা হয়। এ হামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশ ডেকেছে বিএনপি।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ