ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাঁদাবাজি মামলায় ঢাবি ছাত্রলীগ নেতা রিমান্ডে

প্রকাশনার সময়: ২৮ জুলাই ২০২১, ১১:৫২

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগের নেতা আকতারুল করিম রুবেলকে জিজ্ঞাসাবাদ করতে এক দিনের রিমান্ডে নিয়েছে শাহাবাগ থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকালে ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম রিমান্ডের এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার নিবন্ধন কর্মকর্তা মো. বাবুল হোসেন।

এর আগে এসআই মোহাম্মদ রইচ হোসেন রুবেলকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানী শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় আসামি পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিলেন না।

জানা যায়, রুবেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক। তিনি বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।

উল্লেখ্য, রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ওয়ার্ড বয় মনির হোসেনের কাছ থেকে চাঁদা দাবি এবং তাকে মারধরের অভিযোগে সোমবার (২৬ জুলাই) রুবেলকে গ্রেপ্তার দেখায় শাহবাগ পুলিশ।

পুলিশ অদালতে জানায়, মামলার বাদী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইন্সস্টিটিউটের ওয়ার্ড বয় মনির এবং তার সহকর্মী সোহেল ও হারুন নাস্তা করতে হাসপাতাল থেকে শনিবার আনন্দবাজার খাবার হোটেলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। এসময় আসামীসহ আরও অজ্ঞাতনামা ২/৩ জন সহযোগী বাদীর গতিরোধ করে তার কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামীরা বাদীকে হত্যার উদ্দেশ্যে হাতে থাকা কাঠ ও রড দিয়ে আঘাত করে। তখন বাদীকে বাঁচাতে তার সহকর্মীরা এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়।

একপর্যায়ে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রুবেলকে আটক করলেও অন্যরা পালিয়ে যান।

নয়া শতাব্দী/জেআই/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ