ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডাবল তালা ঝুলছে বরিশাল বিএনপির করোনা হেল্প সেন্টারে

প্রকাশনার সময়: ২৮ জুলাই ২০২১, ১০:৪২

সংক্রমণ বেড়ে যাওয়ায় জনগণের সেবায় বরিশালে করোনা হেল্প সেন্টার চালু করে মহানগর বিএনপি। পাশাপাশি দলীয় কার্যালয়ের মুল ফটকে ঝুলছে জেলা বিএনপির করোনা হেল্প সেন্টার লেখা ব্যানার। গত ১৯ জুলাই ঢাকঢোল পিটিয়ে এ হেল্প সেন্টারের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার।

কিন্তু হেল্প সেন্টার চালুর পর থেকেই বিএনপির দলীয় কার্যালয়ের গেটে ঝুলছে ডাবল তালা। মানুষ সেবা নিতে এসে হেল্প সেন্টারের গেটে তালা ঝুলছে দেখে ফিরে যাচ্ছেন। এমনকি ব্যানারে সেবা প্রদানের বিষয়টি উল্লেখ থাকলেও নেই কোন হেল্প লাইন বা যোগাযোগের মোবাইল নম্বর।

ফলে করোনাকালে বরিশাল জেলা ও মহানগর বিএনপির ‘করোনা হেল্প সেন্টার’ কে নিছক তামাশা বলে মন্তব্য করছেন অনেকে। তবে দলীয় কার্যালয়ের হেল্প সেন্টারে তালা ঝুললেও নেতাকর্মীদের মাধ্যমে করোনা আক্রান্ত রোগীদের সেবা কার্যক্রম চলছে বলে দাবি দলের শীর্ষ স্থানীয় নেতাদের।

দলীয় সূত্রে জানা গেছে, ‘করোনাকালিন মানুষের সেবা নিশ্চিত করতে ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহযোগিতায় সারাদেশে করোনা হেল্প সেন্টার’ চালুর উদ্যোগ নেয় কেন্দ্রীয় বিএনপি। এই কার্যক্রমের আওতায় ঈদের পূর্বে ১৬ জুলাই দেশের ৪৫টি জেলায় হেল্প সেন্টার চালু করে দলটি। এর দুদিন পরে ১৯ জুলাই দলীয় কার্যালয়ে ‘করোনা হেল্প সেন্টার’র চালু করে বরিশাল মহানগর বিএনপি। বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপি’র সভাপতি মজিবর রহমান সরোয়ার এ সেন্টারের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জানান, ‘প্রাথমিকভাবে দশটি অক্সিজেন সিলিন্ডার, হ্যান্ডস্যানিটাইজার, মাক্স ও ওষুধসহ বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে করোনা রোগীদের সেবা কার্যক্রম শুরু হয়। যদিও কেন্দ্রীয়ভাবে নির্দেশনা রয়েছে হেল্প সেন্টার থেকে অক্সিজেন সেবার পাশাপাশি জরুরি এ্যাম্বুলেন্স এবং অ্যাপের মাধ্যমে করোনা আক্রান্ত রোগীদের জরুরি সেবা দেয়ার।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ