সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব (পিএস) ড. জাকিরুল ইসলাম চৌধুরী আর নেই।
শনিবার (১৬ এপ্রিল) বিকেলে সাড়ে ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।
ব্যক্তিজীবনে ড. জাকিরুল ইসলাম বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব হিসেবে টানা ১৩ বছর ওএসডি থাকার পর বছর খানেক আগে অবসরে যান। অপমান, বঞ্চনায় কাতর অবস্থায় এক যুগেরও বেশি সময় অতিবাহিত করেন তিনি। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল ছাত্র সংসদের জিএস ছিলেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠালগ্নে তিনি প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ছাত্র ও ব্যক্তিজীবনে অত্যন্ত মেধাবী জাকিরুল ছিলেন- একাধারে কবি, লেখক ও রাজনৈতিক গবেষক।
নয়া শতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ