দলীয় সরকারের অধীনে বিএনপি আগামী নির্বাচনে আসবে না বললেও শেষ পর্যন্ত দলটি ভোটে অংশ নেবে বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিএনপিকে গাধার সঙ্গে তুলনা করে বলেন, গাধার মতো যতই পানি ঘোলা করা হোক শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসবে।
শনিবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতিম, প্রতিবন্ধী ও অসহায় মানুষের মধ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সংবিধান মেনে সেভাবে নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন করতে দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। আইন-শৃঙ্খলা, প্রশাসন সবকিছুই থাকবে নির্বাচন কমিশনের অধীনে। ফ্রি-ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে। সমালোচনা না করে আসুন নির্বাচনে লড়াই করি।’
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তর পরবর্তী সময়ে আওয়ামী লীগের মতো এত ভালোভাবে দেশ কেউ পরিচালনা করেনি। দেশের মানুষ অতীতে কখনও এত ভালো ছিল না।
কাদের বলেন, ‘দেশ চালাতে গেলে ছোটখাট ভুল হতে পারে। সব কাটিয়ে আওয়ামী লীগ যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে অন্য কেউ তা পারেনি। বিএনপির নেতারা শুধু সমালোচনাই করতে জানে, উন্নয়ন তাদের চোখে পড়ে না।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘শতভাগ দুর্নীতি মুক্তভাবে পদ্মা সেতু নির্মাণ কাজ হয়েছে। এ জন্য কারও কাছ থেকে একটি পয়সাও ঋণ নেওয়া হয়নি। আর আগামী জুনের মধ্যেই পদ্মা সেতুর উদ্বোধনের প্রস্তুতি চলছে।’
নয়া শতাব্দী/এস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ