ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারেক রহমানের স্ত্রীর দুর্নীতি মামলার সিদ্ধান্ত ১৩ই এপ্রিল

প্রকাশনার সময়: ০৭ এপ্রিল ২০২২, ১৫:০৯

দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে আপিল বিভাগের সিদ্ধান্ত ১৩ই এপ্রিল।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আজকে ডা. জোবায়দা রহমানের যে মামলাটির শুনানি হয়েছে সেই মামলা চলবে কিনা সেই সিদ্ধান্তের জন্য আগামী ১৩ই এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

এর আগে, মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে ২০১৭ সালে ১২ই এপ্রিল রায় দেয় হাইকোর্ট। একইসঙ্গে জোবায়দা রহমানকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জোবায়দা রহমান।

২০০৭ সালের ২৬শে সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলা দায়ের করে দুদক। মামলায় ডা. জোবায়দা রহমান ও তার মা ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ